পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 বন্দিনী রাজনন্দিনী অধিকার, ইংরাজের আইন অনুসারে তাঙ্গ বিন্দুমাত্র ক্ষুণ্ণ হইবার সম্ভাবনা ছিল না ; বরং ইংরাজ রাজপুরুষের র্তাহীদের সম্মানিত অতিথির সম্মান রক্ষার জন্ত সাগ্রহে তাহারই পক্ষ-সমর্থন করিবেন। উদার ও নিরপেক্ষ বুটশ রাজসরকারে স্মিথের সহায়তা-প্রাথন নিস্ফল হইবে । বুটশ গবর্মেন্ট প্রিন্স রাডিঙ্গভের পরিবারিক ব্যাপারেও হস্তক্ষেপণ করিবে না। বিশেষতঃ, ষে দেশের ঙ্গিত গ্রেট বুটনের শক্রতা নাই, সে দেশের কোন অধিবাসীর ব্যক্তিগত স্বার্থে আঘাত করা ইংরাজের রাজনীতির অঙ্গুমোদিত নহে। যদি ইংরাজ রাজপুরুষের জানিতেও পারেন যে, প্রিন্স রাডিশ্লভের দল রামালিয়া রাজ্যে ইংরাজের প্রতিদ্বন্দ্বী জাৰ্ম্মানগণের প্রাধান্ত স্থাপনের পক্ষপাতী, এবং তিনি রামালিয়া রাজ্যে জাৰ্ম্মানীর প্রাধান্ত সুপ্রতিষ্ঠিত করিবার চেষ্টা করিতেছেন, তাহা হইলেও র্তাহারা এই বিদেশী অতিথির প্রতি শিষ্টাচার প্রদর্শনে কুষ্ঠিত হইবেন না । প্রিন্স রাডিঙ্গভের জাৰ্ম্মানপ্রতির জন্ত বৃটশ রাজ-সরকারে তাহার অপদস্থ হুইবার আশঙ্কা নাই। প্রিন্স রাডিশ্লভ ভারতের কোন সামন্ত নরপতি নহেন যে, তিনি জাৰ্ম্মানীর বন্ধুত্ব প্রার্থনীয় মনে করেন বলিয়া বুটশ গবর্মেন্টের বিষদৃষ্টিতে পড়িবেন, বা র্তাহীদের নিকট কৈফিয়ৎ দিতে বাধ্য হইবেন । র্তাহার পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপণ করা ইংরাজ গবর্মেন্ট সম্পূর্ণ অনধিকার-চর্চা বলিয়াই মনে করিবে । স্মিথের দৃঢ় বিশ্বাস—জাৰ্ম্মানী রামালিয়ায় প্রভাব বিস্তারের জন্ত গোপনে ষড়যন্ত্র করিতেছিল। সে এই সংবাদ বৃটিশ পররাষ্ট্র বিভাগের কর্তৃপক্ষের গোচর করিলেও কোন ফল লাভের সম্ভাবনা ছিল না ; কারণ অকাট্য প্রমাণ ভিন্ন এরূপ সংবাদ গ্রাহ হয় না । এই সংবাদ যে সত্য ও বিশ্বাসযোগ্য, ইহা প্রতিপন্ন করা স্মিথের অসাধ্য। রামালিয়ায় আত্মশক্তির প্রতিষ্ঠার জন্ত জাৰ্ম্মান গবর্মেন্ট চেষ্টা করিতেছে, এ সংবাদ বঁটশ পররাষ্ট্র বিভাগের অজ্ঞাত না থাকিতেও পারে, এবং সম্ভবতঃ র্তাহারা ইহার প্রতিরোধেরও চেষ্টা করিতেছেন। র্তাহারা যাহা রাজনীতিসঙ্গত মনে করিবেন, সেইরূপই করিবেন; কর্তৃপক্ষ স্মিথের ন্তায় বালকের প্রস্তাবে কর্ণপাত করিবেন কেন ? এইস্থানে একথার উল্লেখ অনারগুক নহে যে, আমরা এই আখ্যায়িকায় যে