দ্বিতীয় কল্প 8 জোর করিয়া তাহার অবজ্ঞা ও অশ্রদ্ধার পাত্রের হস্তে তাহাকে সমর্পণ করিবার চেষ্টা করিতেছেন ; নাতালীকে চিরজীবনের জন্ত অশান্তির অনলে দগ্ধ করিতে কৃতসঙ্কল্প হইয়াছেন। র্তাহার এই অন্যায় কার্য্যে বাধা দান করিয়া নাতালীকে রক্ষা করিবার কোন উপায় স্থির করিতে না পারিয়া স্মিথ অত্যন্ত মৰ্ম্মাহত শুইল । সে নাতালীর উদ্ধারের চেষ্ট না করিয়া স্থির থাকিতে পারিল না। স্মিথ যথাসাধ্য দ্রুতবেগে প্রিন্স রাডিশ্লভের মোটর-গাড়ীর অল্পসরণ করতে লাগিল । প্রিন্স রাডিশ্লভের গুপ্ত সঙ্কল্পে বাধা দান করিতে উষ্ঠত হইলে তাঙ্গকে বিপন্ন হইতে হইবে ; প্রিন্স রাডিশ্লভ হয় ত তাঙ্গকে ইত্যা করিতেও কুষ্ঠিত হবেন না, এ কথা বুঝিয়া ও স্মিথ সম্মুখে অগ্রসর হইল। তাহার এই অসাধ্য সাধনের চেষ্টা দেখিয়া অনেকেই তাহাকে নিৰ্ব্বোধ অথবা বাতুল মনে করতেন। স্মিথ যথাসাধা দ্রুতবেগে দীর্ঘ পথ অতিক্রম করিয়া অবশেষে টর গিরিমালার সাতুদেশে উপস্থিত হইল ; সে অদূরে সমুন্নত গিরিশিপর সুস্পষ্ট রূপে দেখিতে পাইল। স্মিথ আরও কিছু দূরে অগ্রসর হইয়া দেখিল, পৰ্ব্বতের পাদভূমি হইতে পথটি দুই শাখায় বিভক্ত হইয়া দুই দিকে গিয়াছে । এই স্থানে আসিয়া সে গাড়ী থামাইল, এবং কোন পথে যাইবে—তাঙ্গই চিন্তা করিতে লাগিল। সেই নির্জন স্থানে জনমানবের সহিত তাঙ্গার সাক্ষাৎ হইল না । মোটর-গাড়ীখানি নাতালীকে লইয়া কোন পথে গিয়াছে, তাহা স্থির করিতে নপারিয়া স্মিথসেই স্তানে তাহার মোটরসাইক্ল হইতে নামিয়া পড়িল, এবং পথের উপর দৃষ্টি রাপিয়া, মোটর-গাড়ীর চক্রচিন্তু পরীক্ষা করিতে লাগিল । যে পথটি বাম দিকে প্রসারিত ছিল, মোটর-গাড়ী সেই পথে গিয়াছে—চিহ্লনিৰ্দ্দেশে ইত বুঝিতে পারিয়া স্মিথ মোটর-সাইক্লের মোড় ঘুরাইয়। সেই পথে চলিল । কয়েক মাইল দূরে পুনৰ্ব্বার দুইটি পথ তাঙ্গর সম্মুখে পড়িল। এবার আর পথ পরীক্ষার জন্য তাঙ্গকে গাড়ী হইতে নামিতে হইল না ; কারণ পথের ধুলার উপর মোটর-গাড়ীর চাকার দাগ সে স্পষ্ট দেখিতে পাইল । অতঃপর সে বাম দিকের পথ পরিত্যাগ করিয়া দক্ষিণ দিকের পথে চলিতে লাগিল । এই পথ ধরিবা প্রায় তিন মাইল অগ্রসর হইবার পর স্মিথ বহু দূরে ধূলিপাশি
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।