পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(? Q বন্দিনী রাজনন্দিনী কে তাঙ্গকে প্রান্তর হইতে মোটর-শাইক্লে হোটেলে লইয়া আসিয়াছিল— ইত্যাদি সংবাদ কি প্রিন্স রাডিশ্লভ নাতালীর নিকট জানিতে পারিয়াছেন ? এসকল কথা নাতলী তাহাকে স্বেচ্ছায় বলিয়াছে, না প্রিন্স রাডিশ্লভ তাহাকে ভয় দেখাইয়া কথাগুলি বাহির করিয়া লইয়াছেন ? স্মিথ এসকল প্রশ্নের উত্তর স্তির করিতে পারিল না ; কিন্তু স্মিথ নাতালীর সহিত আল করিবার সময় তাঙ্গর মুখে সঙ্কল্পের যে দৃঢ়তা লক্ষা করিয়াছিল, তাঙ্গরই উপর নির্ভর করিয়া সে অকুমান করিল--নাতলী তাহার পিতৃব্যের নিকট তাঙ্গর সম্বন্ধে কোন কথা প্রকাশ করে নাই। পাপীর মন সদা-সন্দিগ্ধ, এই জন্যই পশ্চাতে মোটর-শাইক্ল দেখিয়া প্রিন্স রাডিঙ্গভের সন্দেহ হইয়াছে—তিনিই ঐ মোটর-শাইক্লের আরোহীর লক্ষ্য । সম্মুখবর্তী মোটরগাড়ীকে পূর্ণবেগে চলিতে দেখিয়া স্মিথও তাহার সাইক্লের বেগ বদ্ধিত করিল ; সাইক্ল বায়ুবেগে ধাবিত হইল । অতঃপর উভয় শকটের ব্যবধান ক্রমে হ্রাস পাইতে লাগিল। অবশেষে প্রিন্স রাডিঙ্গভের শকট যখন আর একটি বাক অতিক্রম করিয়া অন্য পথে প্রবেশ করিল, তখন স্মিথ ইচ্ছা করিয়াই একটু পিছাইয়া পড়িল এবং একটু ধীরে চলিতে লাগিল। তাহার ইচ্ছা হইল, সে মোটর শকটের অধিক নিকটে না গিয়া দূর হইতে প্রিন্সের গন্তব্য স্থানটি দেখিয়া লইবে । প্রিন্স রাডিশ্লভ নাতালীকে যে বাড়ীতে রাখিবেন, সেই বাড়ীখানি দেখিতে পাইলে, ভবিষ্যতে নাতালীকে সেখান হইতে উদ্ধার করা কঠিন হইলেও অসম্ভব হইবে না ; কিন্তু সে যদি মোটর-শকটের ঠিক পশ্চাতে উপস্থিত হইয়া তাহার সঙ্গে সঙ্গে চলিতে আরম্ভ করে, তাহা হইলে প্রিন্স রাডিঙ্গভ তাহাকে সনোহ করিয়া সতর্ক হইতে পারেন। এই সকল কথা চিন্তা করিয়াই স্মিথ প্রিন্স রাডিঙ্গভের সহিত সাক্ষাতের সঙ্কল্প ত্যাগ করিল ; হঠাৎ বিপন্ন হইতে তাহার ইচ্ছা হইল না। দীর্ঘকাল চিন্তার পর স্মিথের ধারণা হইয়াছিল, প্রিন্স রাডিশ্লভ তাহাকে র্তাহার অনুসরণ করিতে দেখিয়া থাকিলেও, তাহাকে সন্দেহ করিতে পারেন নাই ; রাজকুমারী নাতালী যদি তাহার সম্বন্ধে কোনও কথা প্রকাশ না করিয়া থাকে, তাহা হইলে তিনি একজন অপরিচিত যুবককে মোটর-শাইক্লে তাহার পশ্চাতে