দ্বিতীয় কল্প (?X আসিতে দেখিয়া কেনই বা সন্দেহ করবেন ? কিন্তু স্মিথের এই ধারণা সত্য নহে । প্রিন্স রাড়িশ্লভ অত্যন্ত চতুর ও কুটবুদ্ধি রাজনীতিক। স্মিথের সাধা কি চাঙ্গকে প্রতারিত করে ? যিনি চাতুর্য্যবলে অনেক বহুদশী বিচক্ষণ রাজনীতিকের সঙ্কল্প বাথ করিয়াছেন, বুদ্ধিকৌশলে অনেক ষড়যন্ত্র সফল করিয়া স্বাগসিদ্ধি করিয়া আসিয়াছেন, একটা বালক তাঙ্গর সঙ্কল্প বাথ করিবে ? তাঙ্গর চতুরী ভেদ কর স্মিথের অসাধ্য। স্মিথ যে র্তাঙ্গার ষড়যন্ত্র বাগ করিবার চেষ্টা করিতেছে ইঙ্গ। প্রিন্স রাডিশ্নভ পূৰ্ব্বেষ্ট জানিতে পারিয়াছিলেন। রাজকুমারী নাতালী তাঙ্গর আশ্রয় ত্যাগ করিয়া পলায়ন করিলে তিনি যে তাঙ্গকে খুজিয়া বাঙ্গির করিয়া কয়েদ করিবার জনা যথাসাধ্য চেষ্টা করিতেছিলেন, একথার উল্লেখ বাহুল্য মাত্র। নাতালী তাহার গৃহ হইতে পলায়ন করিয়া প্রথম রাত্রে একটি পন্থনিবাসে আশ্রয় গ্রহণ করিয়াছিল, একথা পাঠক পাঠকগণের স্মরণ থাকতে পারে। প্রিন্স রাডিশ্লভ পরদিন প্রভাতে এই সংবাদ জানিতে পারিয়া, নাতালীকে ধরিবার জন্ত স্বয়ং সেখানে উপস্থিত হইয়াছিলেন ; কিন্তু তিনি সেখানে গিয়া শুনিতে পাইলেন-—যে মেয়েট একাকিনী রাত্রিকালে সেখানে আশ্রয় গ্রহণ করিয়াছিল-সে প্রত্যুষে সেই স্থান ত্যাগ করিয়াছে। তখন তিনি তাহার সন্ধানে চারি দিকে লোক পাঠাইয়াও তাঙ্গকে ধরিতে পারিলেন না; তবে তিনি সংবাদ পাইলেন--একটি মেয়ে একাকিনী একবক্সে প্রান্তরে প্রবেশ করিয়াছে। সেই বহুদূরব্যাপী বিশাল প্রান্তরে প্রবেশ করিয়া তাহাকে খুজিয়া বাহির করা অসাধ্য ব্যাপার! কিন্তু প্রিন্স রাডিশ্নভ তাঙ্গর আশা ত্যাগ করিলেন না। নাতালীর সন্ধানে অনুচরবর্গকে প্রান্তরে পাঠাইয়া কোন ফল হইবে না বুঝিয়া তিনি সেই চেষ্ট ত্যাগ করা, নাতালীর সন্ধান লইবার জন্ত অন্য একটি উপায় অবলম্বন করিলেন। উপাটি অত্যন্ত কৌশলপূর্ণ এবং অব্যৰ্থ। প্রিন্স রাডিশ্লভ সন্ধান লইয়া জানতে পারিলেন রাখলের বিভিন্ন দলে গুঞ্জ হইয়া সেই বিস্তীর্ণ প্রান্তরে গো-মেষাদি পশু চরাইয়া থাকে • ক পাঠাইয়া বিভিন্ন দলের আটজন রাখালকে ডাকাইয়া আনলেন, এধ ক
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।