পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qb" বন্দিনী রাজনন্দিনী cquilibrium ) সোজা হইয়া বসিয়া থাকিবার চেষ্টা করিয়াছিল, কিন্তু তাহার চেষ্টা বিফল হইল।—মোটর-সাইক্লের টায়ার সশব্দে বিদীর্ণ হইবামাত্র, সাইক্ল গতিীন না হওয়ায়, নক্ষত্ৰবেগে পথের বামপাশ্বস্থ বাধের উপর উঠিয়া গেল ; বাধের ধারে কাটার বেড়া ছিল, সাইক্ল সেই বেড়ায় প্রতিহত ইয়া, একটা ঘুরপাক খাইয়া আবার পথের উপর ফিরিয়া আসিল, এবং ঘুরিতে ঘুরতে, পথের অন্ত দিকে একটা সাকোর উপর যে পাষাণ-প্রাচীর ছিল—সবেগে তাহাতে নিক্ষিপ্ত হইয়৷ উণ্টাইয়া গেল ! স্মিথ গাড়ীর উপর হইতে ডিগ বাজি খাইয়া (somersaulting ) প্রচণ্ড বেগে পথের উপর নিপতিত হইল । পড়িবার সময় তাহার পদদ্বয় উদ্ধে ও মাথাটা নীচে থাকায় সে মস্তকে নিদারুণ আঘাত পাইল । তাহার সৰ্ব্বাঙ্গ একবার সবেগে কঁপিয়া উঠিল, তাঙ্গর পর তাহার দেহ অসাড় হইল —সে মৃতের দ্যায় পথের উপর পড়িয়া রহিল । প্রিন্স রাডিক্ষাভ নিস্তব্ধ ভাবে তাহার গাড়ীতে বসিয়া তাহার পৈশাচিক কার্য্যের ফল প্রত্যক্ষ করিয়া বোধ হয় অত্যন্ত আনন্দ উপভোগ করিতেছিলেন । স্মিথের দেহ অসাড় ভাবে পথে পড়িয়া রহিয়াছে দেখিয়া তিনি ধীরে ধরে গাড়ী হইতে নামিয়া আসিলেন, এবং দন্তে দন্ত নিষ্পেষিত করিয়া বিকৃত স্বরে বলিলেন, “নিৰ্ব্বোধ যুবক ! আমি কে তাহা যদি জানিতে, তাঙ্গ হইলে এ ভাবে মরিবার জন্ত আমার অনুসরণ করিতে না । আমার সঙ্কল্প-পথ হইতে সরাইবার জন্ত তোমার মত সহস্র যুবককেও আমি হত্যা করিতে কুষ্ঠিত নহি ।” প্রিন্স বার্কে নাতালীর ক্ষুব্ধ ও বিবর্ণ মুপের দিকে চাহিয়া, দাত বাহির করিয়া হাসিয়া বলিল, “চাচা সাহেব বীর বটে "