পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় কম্প মিঃ ব্লেকের ফ্যাসাদ হেও এরোপ্লেনের একটি প্রকাও আড্ডা। হেনডনের স্থপ্রশস্ত প্রান্তর flying ground ) হইতে নানা আকারের এরোপ্লেন আকাশ উড়িয়া, উড়িবার কৌশল, বেগ ও শক্তির পরীক্ষার দিয়া থাকে। আমরা যে দিনের কথা বলিতেছি সেই দিন এরোপ্লেন-দৌড়ের পরীক্ষা । ইংলণ্ডের বিভিন্ন স্থানে বিমান-পোতের মাঝিগিরি শিখাইবার জন্ত যে সকল বিদ্যালয় ( flying schools ) স্থাপিত হইয়াছে, সেই সকল স্কুলের বহু শিক্ষক তাঙ্গদের ছাত্রমণ্ডলীকে সঙ্গে লইয়৷ হন্ডনের মাঠে শিবির স্থাপন করিয়াছেন। ছাত্রেরা কে কি শিথিয়াছে, তাঙ্গর পরীক্ষা দিতেছে ; কেহ কল-কব্জা ঘাটিতেছে, কেহ উড়িয়ার চেষ্টা করিতেছে ; কেহ বা কিছু দূর উড়িয়া আবার নামিয়া আসিতেছে। ইঙ্গর দুই দশ মাইল উড়িয়া আসিয়া মাঝিগিরির সার্টিফিকেট পাইলে বিমান-বিভাগের কর্তৃপক্ষের নিকট উড়িবার লাইসেন্স পাইবে । মোটর-গাড়ীর গাড়োয়ানেরা যেমন বিনা-লাইসেন্সে গাড়ী চালাইতে পারে না, সেইরূপ উড়ে-মাঝিরা গগন-বিচারে দক্ষতা দেখাইতে না পারিলে এরোপ্লেন চালাইবার লাইসেন্স পায় না –হেন্‌ডনের মাঠে এই দিন তাহারা তাহাদের যোগ্যতার পরীক্ষা দিতে আসিয়াছে। এই উপলক্ষে এখানে বহু সংখ্যক এরোপ্লেনের সমাগম হইয়াছে। র্যাঙ্গর উৎকৃষ্ট এরোপ্লেনের মালিক, তাঙ্গারা স্ব-স্ব খ-পোতের প্রাধান্ত সপ্রমাণ করিতে অগসিয়াছেন ; অনেকে মজা দেখিতে আসিরাছেন । র্যাঙ্গদের এরোপ্লেন ক্রয়ের ইচ্ছা আছে- --তাঙ্গরা ও এই মেলায় যোগদান করিয়াছেন ; কারণ বিক্রয়যোগ্য এরোপ্লেন ও যথেষ্ট আমদানী হইয়াছে —আমাদের দেশের অনেক বড় লোক গরু ঘোড়া গর্তী কিনিতে হরিহরছত্রের মেলায় গমন করেন, হেন্‌ডনও এরোপ্লেনের হরিহরছত্র --এরোপ্লেনের বিরাট প্রদর্শনী-ক্ষেত্ৰ –এরোপ্লেনগুলি, শ্রেণীভেদে, গঠন ও শক্তিভেদে, বিভিন্ন