বন্দিনী রাজনন্দিনী جولا এই বহুদূরবর্তী পল্লীতে উপস্থিত হইয়া এমন একটা ফাসাদ জুটাইয়া লইয়াছে যে, আমার সেখানে যাওয়া অপরিহার্য্য মনে করিয়াছে! সে নিজে সেই ব্যাপারের মীমাংস করিতে পারিলে, তাঙ্গকে সাঙ্গয্য করিবার জন্ত আমাকে সেখানে যাইতে নিশ্চয়ষ্ট অনুরোধ করিত না, কিম্ব জরুরী টেলিগ্রাম পাঠাইয়া সেখানে আমার প্রতীক্ষা করিত না। আমার সময় কিরূপ মূল্যবান, ও আমার অবসর কত অল্প, তাঙ্গ জানিয়াও সে যখন আমাকে সেখানে যাইবার জন্ত টেলিগ্রাম করিয়াছে - তখন সে যে কোনও বিপজ্জনক ব্যাপারে হস্তক্ষেপণ কপিয়াছে, এ বিষয়ে সন্দেহ নাই ; কিন্তু এ সম্বন্ধে সে কোন কথাই লিখিল না । ইঙ্গর কারণ বৃঝিতে পারিতেছি না। যদি সে বুদ্ধির দোষে কোন বিপদে পড়িয়া থাকে—তাহা হইলে সেখানে আমাকে যাইতেই হইবে। মনে করিয়াছিলাম—দুই একদিন এথানে থাকিয়া, অন্তান্ত এরোপ্লানের সঙ্গে বাজি রাখিয়া উড়িব ; তাঙ্গ হইল না দেখিতেছি । তবে একটা কাজ করা যাইতে পারে ; আমি কেলিকে সঙ্গে লইয়া গ্রে-পাস্থারেই স্মিথের কাছে উড়িয়া যাইলে ক্ষতি কি ? পলমুর কোথায় ঠিক স্মরণ হইতেছে না, তবে কাৰ্য্যোপলক্ষে পূৰ্ব্বে এই গ্রামের ভিতর দিয়া যেন কাথাও গিয়াছিলাম মনে হইতেছে। নামটা পরিচিত বটে । হা, পশ্চিম প্রদেশের প্রাস্তরের ধারেই এই গ্রাম ; তাহার নিকট সমতল ক্ষেত্রের অভাব নাই, সুতরাং আকাশ হইতে নামিবার বোধ হয় অসুবিধা হইবে না । কেলি সঙ্গে থাকিলে আমি গ্রে-প্যাস্থার লইয় নিরাপদে সেখানে অবতরণ করতে পারিব।” অনন্তর তিনি কেলিকে ডাকিয়া বলিলেন, “দেখ কেলি ! আমি গ্রে-প্যান্থারে কিছু বেশী দূরে যাইব মনে করিতেছি। ডেভন ও কর্ণওয়ালের সীমান্তে যাইবার इंध्रह ; তুমি দর্শকের আসনে ( observer's seat ) বসিয়া আমার সঙ্গে যাইতে পরিবে কি ?” . কেলি গ্রে-প্যাস্থারের পরিচর্য্যায় মন-প্রাণ সমর্পণ করিয়াছিল ; গ্রে-প্যান্থারের বিরহ তাহার সহ হইত না । মি েব্লেক তাঙ্গকে সঙ্গে না লষ্টয়া একাকী উড়িতে গিয়াছিলেন, ইহাতে সে অত্যন্ত দুঃখিত হইয়াছিল । মিঃ ব্লেকের প্রস্তাবু গুনিয়া কেলি সোৎসাহে বলিল, “হুঁ, কৰ্ত্ত, নিশ্চয়ই পারিব । গ্রে-পাণস্থারে চাপিয়া আমি
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।