পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S$8 <।"লeন। ম আনন্দন । করিয়াছিল। সে সেই মানচিত্ৰখানি তাঙ্গর উপবেশন-মঞ্চস্থিত কাচের ফ্রেমে আঁটিয়া লইল, এবং সেই ফ্রেমটি এ ভাবে ঝুলাইয়া রাখল যে, মানচিত্রস্থিত স্থলচিহ্রগুলি ( land-marks ) লক্ষ্য করিয়৷ কল চালাইতে মিঃ ব্লেকের কোন অসুবিধা হইল না। গ্রে-প্যান্থার ঘানর-ঘানের শব্দে বায়ুমণ্ডল প্রতিধ্বনিত করিতে করিতে শূন্তপথে ধাবিত হইল । তখন বসন্তকাল, এইজন্ত সেই রবি-করোজ্জল অপরাহে তিন হাজার ফিট উৰ্দ্ধস্থিত বায়ু-প্রবাহের শৈত্য র্তাঙ্গদের দুঃসহ হইল না। গগনমণ্ডল মেঘসংস্পৰ্শহীন, স্বচ্ছ ও মুনিৰ্ম্মল ; গ্রেপ্যাস্থারে স্বৰ্য্যকিরণ প্রতিফলিত হইয়া ঝকমক্‌ করিতে ছিল। সে প্রসারিত-পক্ষ বিশালকায় বিহঙ্গের স্তায় পক্ষ আন্দোলনে লক্ষ্য-পথে সবেগে অগ্রসর হইতেছিল। সেই একঘেয়ে ‘ব্যানর-ঘ্যানর শব্দ কর্ণপীড়াদায়ক হইলেও মিঃ ব্লেকের নিকট তাহ বংশীধ্বনিবৎ মধুর! কিছুকাল পরে মিঃ ব্লেক এরোপ্লেনের হাল অল্প ঘুরাইয়া তাঙ্গকে দক্ষিণ-পশ্চিম দিকে পরিচালিত করিলেন। বহু নিয়ে, কোথাও বিস্তীর্ণ বনভূমি, কোথাও মুবৃহৎ হৰ্ম্ম্যরাজী, গীর্জার উচ্চ চুড়া, কোথাও রজতধারাবৎ শুভ্ৰ নদীবক্ষে প্রসারিত সুদীর্ঘ সেতু, কোথাও সমতল শ্যামল শস্তক্ষেত্র এবং কৃষকগণের কুটারশ্ৰেণী পটাঙ্কিত চিত্রের ন্তায় তাহার নয়ন সমক্ষে প্রতীয়মান হইতে লাগিল। এইরূপে তাহারা বহু গ্রাম নগর, অরণ্য প্রান্তর, বিল খাল, ও নদী নালা অতিক্রম করিয়া চলিতে লাগিলেন। এক্সপ্রেস্টুে ণ অপেক্ষাও দ্রুতগতি গ্রেপ্যান্থার তাছার লক্ষ্য পথে ধাবিত হইল। ক্রমে র্তাহার। লণ্ডন পার হইয়া অপরাহ্র তিন ঘটিকার সময় সমারসেট জেলার উৰ্দ্ধে উপস্থিত হইলেন। অতঃপর মিঃ ব্লেক গ্রে-প্যাস্থারের গতি পরিবর্তিত করিয়া এক্সিটার নগরের দিকে অগ্রসর হইলেন ; কিন্তু তিনি এই নগরের ঠিক উপর দিয়া না চলিয়া, পাশ-কাটাইয়া সহরতলির উপর দিয়া চলিতে লাগিলেন। সেখান হইতে ওকেনহামটনের উদ্ধে আসিতে তাঙ্গর অধিক বিলম্ব হইল না। এবার ইংলণ্ডের পশ্চিমাংশের প্রান্তরভূমি র্তাহার দৃষ্টিগোচর হওয়ায় তিনি মানচিত্র-পরীক্ষায় প্রবৃত্ত হইলেন । মিঃ রেক মানচিত্র পরীক্ষা করিতে করিতে পলমুর নামক পল্লার অবস্থানটি