পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় কল্প \هو ك রাত্রে এখানে থাকিতে হয়, তাহা হইলে গ্রেপ্যাম্বারকে একটু ভাল যায়গায় । রাখিবার ব্যবস্থা করিতে হইবে।” কেলি বলিল, “আপনার আদেশ শিরোধার্যা ; আপনি গ্রে-প্যাস্থারের জন্ত চিত্ত৷ করিবেন না, আমি তাহার পাঙ্কণরায় থাকিলাম । ও কি ! কর্তা, আর একথানি এরোপ্লেন ও এই দিকে আসিতেছে না ? সেই রকমই শব্দ শুনিতেছি ষে ” সেই নির্জন প্রান্তরের এক প্রান্তে ঘসড়-ঘস্, ঘযড়-ঘস্ শব্দ শুনিয়া কেলির মনে হইল উচ্চা কোনও এরোপ্লেনের ইঞ্জিনের শব্দ । মিঃ ব্লেক ক্ষণকাল কান পাতিয়া সেই শব্দ শুনিলেন, তাহার পর মাথা নাড়িয়া বলিলেন, “না, উল্কা মোটরসাইক্ল । বোধ হয় সাইক্লে কেহ এই অঞ্চলে বেড়াইতে আসিয়াছে ; সাইক্লখানা এদিকে আসিতেছে কি না বুঝিতে পারিতেছি না।” মিঃ ব্লেক মোটর-সাইক্লের আরোঙ্গাকে দেখিতে না পাইলেও বুঝিতে পারিলেন, প্রান্তর-প্রান্তবৰ্ত্তী পথ দিয়া সেই সাইক্লের আরোঙ্গী গ্রামের দিকে যাইতেছে । মিঃ ব্লেকও তৎক্ষণাৎ প্রান্তর অতিক্রম করিয়া গ্রামের দিকে চলিলেন। থ্রেপ্যান্থার যেস্থানে নামিয়াছিল—সেই স্থান হইতে পলমুর গ্রাম এক মাইলেরও কম। সুতরাং সেই স্থান-হইতে গ্রামের পথে আসিতে মিঃ ব্লেকের দশ মিনিটের অধিক সময় লাগিল না । সেই পথটিই গ্রামের প্রধান পথ। মিঃ ব্লেক সেই পথ ধরিয়া কিছুদূর গমন করিতেই পথের দক্ষিণ পার্শ্বে একটি অট্টালিকা দেখিয়া তাহার সম্মুখে দাড়াইলেন। দ্বারের উপর সাইন-বোড ঝুলিতেছিল, তাহা পাঠ করিয়া তিনি জানিতে পারিলেন—এই অট্টালিকাই পলমুরের ছোটেল। অট্টালিকাটি দ্বিতল, এবং নিতান্ত ক্ষুদ্র নহে । মিঃ ব্লেক হোটেলে প্রবেশ করিবেন, এমন সময় পথের ধারে ভোটেলের বারান্দার নীচে একখানি মোটর-সাইক্ল দেখিতে পাইলেন ; উহ। স্মিথের সাইক্ল কি না জানিবার জন্ত র্তাঙ্গর কৌতুহল হইল ; সাইক্লথানির নিকটে গিয়া পরীক্ষা করিয়া বুঝিলেন, উছা স্মিথের সাইক্ল নহে । তাঙ্গর ধারণা হইল, কোনও পথিক সাইক্লখানি সেখানে রাখিয়া হোটেলে পানাহার করিতে গিয়াছে । এই সাইক্লথানির রঙ্গ কাল, এবং তাহার সঙ্গে পাশের গাড়ী ( side-ear ) ছিল না ।