পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় কল্প q○ হোটেলওয়ালী বলিল, “আমার সম্পূর্ণ অপরিচিত, আপনার আত্মীয়-যুবকটির পরিচিত কি না জানি না। সে-ই না কি তাহাকে পাঠাইয়াছে ! আমি অপরিচিত লোককে তাহার আদেশ ভিন্ন সেই ঘরে প্রবেশ করিতে দিব না মনে করিয়াছিলাম ; কিন্তু সে আমার কথা গ্রাহ না করিয়াই দোতলায় উঠিয়াছে । সে বলিতেছিল আপনার : আত্মীয়টি তাহার মোটর-সাইক্ল গুইতে পড়িয়া গিয়৷ আহত হইয়াছে ; তাহার আদেশে কি কাগজ-পত্ৰ লহঁতে আসিফাছে —তাeার ব্যবহারটা কিন্তু সন্দেহজনক ।” মি: ব্লেক বলিলেন, “দোতালার কোন পাশে তাহার ঘর—শীঘ্ৰ বল ।” হোটেলওয়ালী বলিল, “সিড়ি দিয়া উঠিয়া প্রথমেই ডাইনেস দিকে যে কুঠুরী দেখিবেন,—সেই কুঠুরী ।” মিঃ ব্লেক তৎক্ষণাৎ সেই কক্ষ হইতে বাতির ইহয়। সিড়ি দিল্লী দ্বিতলে উঠিলেন, এবং স্মিথ যে কক্ষ ভাড়া লইয়াছিল –সেই কক্ষের দ্বারে উপস্থিত ইহলেন । দ্বার ভিতর হইতে অর্গলকুদ্ধ না থাকায়, তিনি হাতল ঘুরাইয়৷ ঠেলিতেই তাঙ্গ। খুলিয়া গেল। তিনি চৌকাঠের নিকট দাড়াহয়৷ কক্ষের ভিতর দৃষ্টিপাত করলেন : ঘরের মেঝেতে স্মথের ‘ট্রাভলিং ব্যাগ দেখিয় বুঝিলেন তাঙ্কণর ঘর ভুল হয় নাই । কিন্তু ও কি !—মঃ ব্লেক দেখিলেন, একটি অপরিচিত দীর্ঘাকৃতি বলবান ঘুধক স্মিথের ব্যাগটি চাবি দিয়া খুলিয়া তাঙ্গর ভিতর হাত পুরিয়া দিয়াছে ! সে কোন জিনিস খুজিয়া বাহির করিবার চেষ্টা করিতেছিল । মিঃ ব্লেককে দ্বার-প্রান্তে দেখিয়া সে মুহূৰ্ত্ত মধ্যে মাথা তুলিয়া ঘুরিয়া দাড়াইল, এবং পস্তল বাহির করলাপ জন্ত তাড়াতাড়ি বুকের পকেটে হাত পুরিল ! মিঃ ব্লেক ও তৎক্ষণাৎ পকেট হইতে পিস্তল বাষ্টির কপলেন ; কিন্তু যুবকটি তৎপূর্বেই পিস্তল বাহির করিয়া তাঙ্গর মস্তকের দিকে প্রসারিত করিয়াছিল। মিঃ ব্লেকের অনুমান হইল যুবকটির বয়স ত্রিশ বৎসরের অধিক নহে ; কিন্তু তাঙ্গর মুখ দেখিয়া, সে অন্ত দেশের লোক বলিয়াই তাঙ্গর ধারণ হল । তাছার মাথার চুলগুলি কাল, ও অত্যন্ত খাট। মুখের ভঙ্গি অত্যন্ত কুৎসিত। তাহার খাকারপ্রকার ইউরোপের নিম্নশ্রেণীর গুণ্ডার মত ! তাহার চোখে মুখে বুদ্ধির ব: