পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় কল্প ማኅ কাৰ্য্য-কারণের সম্বন্ধ বিচার করিবেন, আর সেই সুযোগে গুগুটি গুলী করিয়৷ র্তাহাকে হত্যা করিবে,—তাহাকে সেরাপ সুযোগ দান করা তিনি সঙ্গত মনে করিলেন না। র্তাহীর আততায়ীর পিস্তলের গুলী দ্বার-প্রাস্তুস্থ প্রাচীরে বিদ্ধ হইবামাত্র তিনি তাহার পা লক্ষ্য করিয়া গুলী করিলেন ; কিন্তু তাহার আততায়ী র্তাহার উদ্দেশু বুঝিয়া, আহত হইবার ভয়ে চক্ষুর নিমেষে সরিয়া গেল, এবং টেবিলের পাশে দাড়াইয়া টেবিলখানি কৰ্ণত করিয়া ফেলিল । অতঃপর সে সেই টেবিলের অন্তরালে থাকিয়া মিঃ ব্লেকের উপর গুলী চালাইতে লাগিল । মিঃ ব্লেকও আত্মরক্ষার জন্ত এক লম্ফে থাটের আড়ালে গিয়া আশ্রয় লইলেন, এবং মেঝের প্রায় ছয় ইঞ্চি উপর হইতে গুলী চালাইতে আরম্ভ করিলেন । পিস্তলের গুলীতে ঘরের আসবাবপত্র, শাশি, ছবির কাচ চূর্ণ-বিচূর্ণ হইল । বারুদের ধূমরাশিতে সেই কক্ষ অন্ধকারাচ্ছন্ন হইল । মিঃ ব্লেক শষ্যার অন্তরালে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন বটে, কিন্তু সেই স্থানটি র্তাহার আত্মরক্ষার উপযোগী ছিল না ; তবে তাঙ্গর এই একটু সুবিধা ছিল যে, র্তাহার আততায়ী আহত হইবার আশঙ্কায় টেবিলের আড়াল হইতে মাথা তুলিতে পারিল না,পাশ হইতে অদৃপ্ত ভাবে গুলী চালাইতে লাগিল; এজন্ত তাহার পিস্তলের কোন গুলী মিঃ ব্লেকের অঙ্গ স্পর্শ করিল না । সুতরাং উভয়েই পরস্পরকে আক্রমণ করিবার সুযোগ অন্বেষণ করিতে লাগিলেন । মিঃ রেক গণিয়া দেখিলেন–র্তাঙ্গর আততায়ী উপযুপিরি নয় বার গুলী চালাইয়া থামিয়া গেল। তিনি সৰ্ব্বপ্রথমে একবার গুলী চালাইয়াছিলেন । এজন্ত র্তাহীর ধারণা হইল—র্তাঙ্গর আততায়ীর পিস্তলটি দশ-নলা অর্থাৎ দশ টোটার পিস্তল । (a ten shot weapon ) orir sista পিস্তলে আর একটিও গুলী নাই, এইরূপ অকুমান করিয়া তিনি খাটের অন্তরাল হইতে সরিয়া আসিয়া র্তাহার আততায়ীর উপর উপযুপিরি চারিবার গুলী চালাইলেন। সেই সকল গুলী টেবিলের অন্তরালস্থিত শক্রকে আহত করিতে সমর্থ না হইলেও, তাহা এরূপ বেগে টেবিলটিতে বিন্ধ হইতে লাগিল যে, তাহার আততায়ী আর তাহার অন্তরালে লুকাইয়া থাকিতে সাহস করিল না। পিস্তলের মুগম্ভীর নির্ঘোষে সেই ক্ষুদ্র কক্ষ