পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্থ কল্প Գ Տ মিঃ রেক তীক্ষ দৃষ্টিতে কন্‌ষ্টেবলটির মুখের দিকে চাহিয়া বলিলেন, “এখানে বিস্তর বাহিরের লোক ভীড় করিয়া দাড়াইয়া আছে; তুমি উহাদিগকে সরাইয়া দিলে আমার যাহা বলিবার আছে তাহা তোমাকে বলিতে পারি। বাহিরের লোকজন এখানে উপস্থিত থাকিতে আমি তোমাকে কোনও কথা বলিব না।” কনষ্টেবল বাহিরের লোকগুলিকে সেই ঘর হইতে তাড়াইয়া দিল ; কেবল হোটেলওয়ালী সেখানে দাড়াইয়া রছিল। তখন কনষ্ট্রেবল মিঃ ব্লেককে বলিল, “এখানে বাচিরের লোক কেহই নাই, আপনার কি বলিবার আছে—এখন বলুন।” মিঃ ব্লেক বলিলেন, “আমার কৈফিয়ৎ শুনিবার জন্ত সময় নষ্ট না করিয়া যদি তুমি সেই গুণ্ডাটাকে গ্রেপ্তার করিবার চেষ্টা করিতে, তাঙ্গ হইলে তোমার শ্রম সফল হইত ; কিন্তু সে দিকে তোমার দৃষ্টি নাই ! আমাকে গতে পাইয়াছ কি না, আমার কৈফিয়ৎ না লইয়া তুমি নড়িবে না।” কনষ্টেবল বলিল, “আমি কি করিব না করিব—সে সম্বন্ধে আপনার উপদেশ শুনিতে চাহি না । আপনার আত্মসমর্থনের জন্ত কি বলিবার আছে, বলুন। আপনার অপরাধ সামান্ত নহে, সঙ্গে আপনাকে থানায় যাইতে হইবে।” মিঃ ব্লেক তখন অনেকটা স্থ হইয়াছিলেন ; তিনি একটা চুরুট ধরাইয়৷ কনষ্টেবলকে বলিলেন, “তাহাতে আমার আপত্তি নাই ; তবে আমার কৈফিয়ৎ শুনিবার পূৰ্ব্বে আমার পরিচয়টা শুনিতে বোধ হয় তোমার আপত্তি হইবে না।– এই কার্ডে তুমি আমার নাম ও ঠিকানা জানিতে পরিবে।”—মিঃ ব্লেক পকেট হইতে র্তাহার নামের একখানি কাড বাহির করিয়া কনষ্টেবলের হাতে দিলেন। কনষ্টেবল সেই কক্ষের জানালার কাছে সরিয়া গিয়া কাউখানি পাঠ করিল। কাডে মিঃ ব্লেকের নাম ও র্তাহার লওনের ঠিকানা ছাপা ছিল, তাঙ্গ পাঠ করিয়া বিষ্ময়ে কনষ্টেবলের দুই চক্ষু কপালে উঠিল; সে হা করিয়া দুই এক মিনিট মিঃ ব্লেকের মুখের দিকে চাহিয়া রহিল, তাহার পর স্থলিত স্বরে বলিল, “আপনি —আপনিই কি লণ্ডনের বিখ্যাত ডিটেক্‌টিভ মিঃ রবার্ট ব্লেক ? পলমুরের গ্রাম্য হোটেলে গুগুর সঙ্গে মিঃ ব্লেকের যুদ্ধ! আশ্চৰ্য্য, অত্যন্ত আশ্চৰ্য্য ব্যাপার ।” মিঃ ব্লেক বলিলেন, “হা, আমিই ডিটেক্‌টিভ ব্লেক । একটা জটিল রহস্তের