ԵՀ বন্দিনী রাজনন্দিনী তাহা তোমার অজ্ঞাত নহে। আমি এই স্থান ত্যাগ করিবার পূৰ্ব্বে পুনৰ্ব্বার তোমার সঙ্গে সাক্ষাৎ করিব ;–কিন্তু এখনও সেই গুণ্ডাটাকে গ্রেপ্তার করিবার চেষ্টা করাই তোমার কৰ্ত্তব্য । আমার কৈফিয়ৎ লইবার জন্ত এখানে অপেক্ষা না করিয়া তাহার অনুসরণ করাই তোমার উচিত ছিল।” কন্ষ্টেবল বলিল, “সে মোটর-সাইক্লে উঠিয়া পলায়ন করিয়াছে—আমি কি দৌড়াইয় তাহাকে ধরিতে পারিতাম ? বিশেষত:, সে কে, কোথা হইতে এখানে আসিয়াছিল, তাহাও জানিতে পারি নাই । আপনি কি তাহার পরিচয় জানেন ? কেনই বা সে আপনাকে গুলী করিয়া মারিবার চেষ্টা করিয়াছিল ?” মিঃ ব্লেক বলিলেন, “সে কে, কে তাহাকে এখানে পাঠাইয়াছিল, এবং কি উদ্দেশ্রে সে আমার সহকারীর ব্যাগের জিনিসপত্রগুলি ঘাটিতেছিল—তাহ আমার সম্পূর্ণ অজ্ঞাত। তাহার সম্বন্ধে কোন কথাই তোমাকে বলিতে পারিব না ; কিন্তু এখন আমি কি করিব, তাহা তোমাকে বলিতে আপত্তি নাই । আমি স্বয়ং তাহার সন্ধানে যাইব । বিবি ফিল্পের যথেষ্ট ক্ষতি হইয়াছে ;–তাহার ক্ষতির জন্ত আমি এক দায়ী ন হইলেও তাহার ক্ষতি পুরণ করা আবশুক । আমি সেই গুণ্ডাটাকে খুজিয়া বাহির করিয়া বিবি ফিল্পের ক্ষতির পরিমাণ অনুযায়ী অর্থ তাহার নিকট আদায় করিব ; তাহার পর তাহার গুণ্ডমীর জন্ত যে শাস্তির ব্যবস্থা করিতে হয়—তাহা করিব । তুমি থানায় গিয়া তোমার উপরওয়ালাকে এ সকল কথা বলিতে পার ।” মিঃ ব্লেক কন্ষ্টেবলটিকে আর কোন কথা বলিবার অবসর না দিয়া, টেবিল হইতে র্তাহার টুপিটা তুলিয়া লইয়া হোটেল হইতে বাহির হইয়া পড়িলেন, এবং পথ দিয়া দ্রুতবেগে প্রান্তরাভিমুখে ধাবিত হইলেন। প্রাস্তরের -যে স্থানে তিনি র্তাহার এরোপ্লেন রাখিয়া গিয়াছিলেন—সেই স্থানে উপস্থিত হইতে র্তাহার দশ মিনিটের অধিক সময় লাগিল না। কেলি তখন গ্রেপ্যাম্বারের পাশে ঘাসের উপর কল পাতিয়া শয়ন করিয়া ছিল ; তিনি কেলিকে ডাকিতেই সে তাড়াতাড়ি উঠয় তাহার সম্মুখে আসিল । মিঃ ব্লেক বলিলেন, “শীঘ্র প্রস্তুত হও, এখনই আমাদিগকে উড়িতে হইবে ;
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।