পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ কল্প Ե"Q: এই সকল কথা চিন্তা করিতে করিতে আর দুইটি কথা মিঃ ব্লেকের মনে হইল । তিনি ভাবিতে লাগিলেন—একটা অপরিচিত লোক হোটেলে র্তাহ কে স্মিথের কক্ষে দেখিবামাত্র কি জন্ত গুলী করিল ? তাহাকে হত্যা করিবার জন্ত সে যথাসাধ্য চেষ্টা করিয়াছিল। তাহার প্রতি তাঙ্গর ভীষণ ক্রোধ, তাহার সঙ্কল্পের দৃঢ়তা, ভবিষ্যৎ ফলাফলের প্রতি তাহার অবিচলিত ঔদাসীন্ত ( utter disregard for consequences ) প্রভূতির পরিচয় পাইয়া তাঙ্গার মনে এই ধারণ বদ্ধমূল হইল যে, সে কোন উদ্দেন্ত-প্রণোদিত হইয়াই তাঙ্গকে আক্রমণ করিয়াছিল। তাহাকে হত্য করিতে পারিলে তাহার বা তাহার দলের লোকের কোন গুপ্ত ষড়যন্ত্র বিফল হইবার আশঙ্ক। দূর হইত ; যেন তিনি তাহদের স্বার্থ সিদ্ধির পথে একটি অনতিক্রম্য বিঘ্ন !—অথচ লোকটা তাহার সম্পূর্ণ অপরিচিত । তিনি কখন কোন কারণে তাহার সংস্পশে আসিয়াছিলেন–-ইহা স্মরণ হইল না । যাহা হউক, তিনিই যে মিঃ ব্লেক—এবিষয়ে লোকটা নিঃসন্দেহ হইয়াছিল, এবং স্মিথের সহিত তাহার কি সম্বন্ধ—তাহীও সে জানিতেপারিয়াছিল । মি: ব্লেক ভাবিলেন, স্মিথ বিপন্ন হইবার আশঙ্কায় তাহার সাঙ্গাব্য প্রতীক্ষায় তাঙ্গকে সেখানে আসিতে অনুরোধ করিয়াছিল, তাহার সেই বিপদের জন্ত এই গুণ্ডাটার মনিবই কি দায়ী ? স্মিথ কি ইহাদেরই কোন গুপ্তঘড়ঘন্থ ব্যর্থ করিবার চেষ্টা করিতে গিয়া কোন প্রকারে বিপন্ন হুইয়াছে ? এবং তিনি স্মিথের সাহায্যে অগ্রসর হইয়াছেন --ইহা জানিতে পারিয়া ত হাকে ও হত্য করিতে উদ্য ত হইয়াছিল ? স্মিথ সেই দিন প্রভাতে হোটেল হইতে বাহির হইয়া একখানি মোটরগাড়ীর অনুসরণ করিয়াছিল। সে তাহার মোটর-সাইক্লে যাহার মোটর-গাড়ীর অনুসরণ করিয়াছিল—সেই লোকটি যে অতি দুৰ্দ্দান্ত, বলবান ও দৃঢ়প্রতিজ্ঞ— হোটেলওয়ালীর কথা শুনিয়াই তিনি তাহা বুঝিতে পারিয়াছিলেন। সেই লোকটি হোটেল হইতে যে মেয়েটকে জোর করিয়া ধরিয়া লইয়া গিয়াছে, স্মিথ তাহাকে কোন স্থান হইতে আনিয়া হোটেলে আশ্রয় দান করিয়াছিল । মেয়েটার