পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b←Ꮼ বন্দিনী রাজনন্দিনী অভিভাবক তাহণকে তাহার ইচ্ছার বিরুদ্ধে হোটেল হইতে ধরিয়া লইয়া গিয়াছে। স্মিথ মেয়েটার উদ্ধারের আশায় তাহাদের অনুসরণ করিয়া সারাদিনের মধ্যে হোটেলে ফিরিল না ; সুতরাং সে বিপন্ন হইয়াছে—ইহাই ীি : ব্লেকের বিশ্বাস হইল । কিন্তু সেই মেয়েটি কে, মিঃ রেক তাহ অনুমান করিতে পারিলেন না। র্তাহার অল্পমান হইল, স্মিথ পল্লীত্রমণ করিতে করিতে কোন স্থানে মেয়েটিকে দেখিতে পাইয়াছিল, এবং তাহার বিপদের কথা শুনিয় তাহাকে আশ্রয়দানের অঙ্গীকার করিয়াছিল ; পরে পলমুরের হোটেলে আসিয়া হোটেলওয়ালীর কাছে নিজের ভগিনী বলিয়া তাহার পরিচয় দিয়াছিল। এইয়প পরিচয় না দিলে—স্মিথ পরের মেয়ে ফুসলাইয়া বাহির করিয়া আনিয়াছে—এই সন্দেহে হোটেলওয়ালী বিবিফিলপে তাহাদিগকে হোটেলে বাস করিতে দিতে সম্মত হইত না। পাঠক পাঠিকাগণ বুঝিতে পারিয়াছেন—মিঃ ব্লেকের এই অনুমান সম্পূর্ণ সত্য। মিঃ রেক ইহাও বুঝিতে পারিলেন—সেই মেয়েট কোনও সন্ত্রান্ত ব্যক্তির কন্যা;. তিনি হোটেলওয়ালীর নিকট শুনিয়াছিলেন, তাহার পিতৃব্য যে লোকটির সহিত তাহার বিবাহের সম্বন্ধ করিয়াছিল, যে কারণেই হউক মেয়েটি সেই লোকটিকে বিবাহ করিতে অসম্মত ।—এই জন্ত মিঃ ব্লেকের ধারণা হইল, তাহার অনিচ্ছায় জোর করিয়া বিবাহ দেওয়া হইবে—এই ভয়েই মেয়েটি তাহার অভিভাবকের আশ্রয় ত্যাগ করিয়া পলায়ন করিয়াছিল। এ ভাবে পলায়নের দৃষ্টান্ত বিরল নহে ; কিন্তু স্মিথ কেন এই উড়ো ফ্যাসাদ ঘাড়ে লইল ? কোন যুক্তিতে এরকম একটা মেয়ের রক্ষার ভার লইল—তাহা তিনি স্থির করিতে পারিলেন না। তবে তিনি একথা বুঝিতে পারিলেন যে, সেই বিপন্ন যুবতী-সম্বন্ধে কি কৰ্ত্তব্য তাহ স্থির করিতে না পরিয়াই স্মিথ র্তাহার পরামর্শ লাভের আশায় তাহাকে সেখানে আসিবার জন্ত টেলিগ্রাম করিয়াছিল। স্মিথের বিপদের আশঙ্কায় মিঃ ব্লেকের দুশ্চিন্তা বদ্ধিত হইল। সে মোটরসাইক্লে যে লোকটির অনুসরণ করিয়াছিল, তাহার কবল হইতে সেই যুবতীকে উদ্ধার করা তাহার অসাধ্য—ইহা তিনি সহজেই অনুমান করিতে পারিলেন ।