సిe বন্দিনী রাজনন্দিনী এইবার সুদূরপ্রান্তর-পথটি অদূরবর্তী পথের স্তায় পরিস্ফুটয়াপে তাহার নয়ন-সমক্ষে উদ্ভাসিত হইল। তখন তিনি স্পষ্ট দেখিতে পাইলেন একটি কৃষ্ণবর্ণ সচল পদার্থ সেই পথে ধাবিত হইতেছে। তিনি টেলিফোনের সাহায্যে কেলিকে বলিলেন, “ঐ জিনিসটি মোটর-সাইক্ল ভিন্ন অন্ত কিছুই নহে, একটি লোক উহা চালাইয়t লইয়া যাইতেছে। আমি লোকটিকে এত দূর হইতে ঠিক চিনিতে না পারিলেও, ঐ লোকটাই যে বিবি ফিল্পের হোটেলে আমাকে আক্রমণ করিয়াছিল-- এবিষয়ে আমার অণুমাত্র সন্দেহ নাই ।” কেলি বলিল, “হা, কাল-রঙ্গের মোটর-সাইক্লই বটে, আমরা উহারই সন্ধানে ঘুরিয়া বেড়াইতেছি ; এতক্ষণ পরে আমাদের পরিশ্রম সফল হইল কওঁ৷ ” মিঃ রেক পদতলে টর পাহাড়ের চতুর্দিকস্থ সুবিস্তীর্ণ প্রান্তর প্রসারিত দেখিলেন ; উৰ্দ্ধাকাশ হইতে তাহা বিষদ-বৰ্ণনাপূর্ণ সুবিশাল মানচিত্র (like a great topographical map ) বৎ প্রতীয়মান হইল। সেই বিশাল প্রান্তর ভেদ করিয়া আঁক-বাক শুভ্র পথটি সুদূরে প্রসারিত হইয়া দিগন্তে বিলীন হইয়াছিল। মিঃ রেক সেই পথে মোটর-সাইক্রের আরোহী ভিন্ন অন্ত কোনও পথিক দেখিতে পাইলেন না। মিঃ ক্লেক দূরবীণের সাহায্যে আরও দেখিতে পাইলেন, পূৰ্ব্বোক্ত সুদীর্ঘ পথ হইতে আর একটি সঙ্কীর্ণ শাখা-পথ বাহির হইয়া দক্ষিণ দিকে গিয়াছে ; তিনি যে স্থানে মোটর-সাইক্লের আরোহীকে দেখিতে পাইলেন, সেই স্থান হইতে উক্ত তেমাথার দূরত্ব দুই মাইলের অধিক নহে। মিঃ রেক অবিলম্বে কয়েক শত ফিট নীচে নামিয়া আসিলেন । তিনি ঘণ্টায় ষাঠ মাইল বেগে এরোপ্লেন চালাইয়া মোটর-সাইক্লের আরোহীর ঠিক মাথার উপর আসিলেন, এবং মূহূৰ্ত্তমধ্যে তাহাকে পশ্চাতে ফেলিয়া সম্মুখে অগ্রসর হইলেন। কেলি পরিদর্শকের আসনে ( observer’s seat ) বসিয়া দূরবীণের সাহায্যে মোটর-সাইক্লের আরোহীর গতি লক্ষ্য করিতে লাগিল। মোটর-সাইক্লখনি তেমাথ-পথের মাথায় আসিয়া, সোজা না গিয়া বাকিয়া দক্ষিণ দিকের সঙ্কীর্ণ পথে চলিতে আরম্ভ করিল। কেলি এই সংবাদ ইঙ্গিতে মিঃ ব্লেকের গোচর করিলে মিঃ ক্লেক গ্রে-প্যাস্থারকেও সেই দিকে পরিচালিত করিলেন।
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।