পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ কল্প సె2ు মিঃ ব্লেকের ধারণা হইল, মোটর-সাইক্লের আরোহী এই পথ দিয়া আক অধিক দূর যাইবে না, তাহার পথ প্রায় শেষ হইয়া আসিয়াছে ; সম্ভবতঃ অদূরে কোন অট্টালিকা আছে, তাহাই তাহার গন্তব্য স্থল। মিঃ ব্লেক গগনপথে এই দিকে আসিবার সময় পথের ধারে দুইখানিমাত্র বাড়ী দেখিতে পাইয়াছিলেন ; তাঙ্গদের অকণর বৃহৎ নহে, এবং তাহা কৃষকগণের গোলাবাড়ী ( furm buildings ) বলিয়াই তাহার অনুমান হইয়াছিল। এপর্য্যন্ত কোন বৃহৎ বসতবাড়ী তাহার দৃষ্টিগোচর হয় নাই । কিন্তু মোটর-সাইক্লথানি যে সঙ্কীর্ণ পথে অগ্রসর হইতেছিল, সেই পথের উপর দিয়া কিছুদুর উড়িয়া আসিয়া মিঃ ব্লেক সেই পথের দক্ষিণ পাশ্বে ধূসর প্রস্তরে নিৰ্ম্মিত একটি <&S gos (a large grey-stone building ) দেখিতে পাইলেন ; এবং সুপ্রশস্তভবন-সংলগ্ন আস্তাবল ও বহিবর্ণটগুলিও (out-houses ) তাহার দৃষ্টিগোচর হইল। পথ হইতে সেই হৰ্ম্ম পৰ্য্যন্ত দুইসারি বৃক্ষ শোভা পাইতেছিল ; তাহদের ভিতর দিয়া ইষ্টকবদ্ধ প্রশস্ত পথ প্রসারিত । হৰ্ম্ম্যের উভয় পাশ্বে ও পশ্চাতে বহুদুরব্যাপী উদ্যান। উহা কোনও ধনাঢ্য ব্যক্তির পল্লীভবন, এবং এই ভবনই মোটর-সাইক্ল-চালকের গন্তব্য স্থান-— এবিষয়ে মিঃ ব্লেক নিঃসন্দেহ হইলেন । অতঃপর মোটর-সাইক্লের আরোহী তাহার সাইক্ল লইয়া সেই হৰ্ম্ম্যে প্রবেশ করে কি না—ইহাই দেখিবার জন্ত মি: ব্লেকের অত্যন্ত আগ্ৰহ হইল । তিনি গ্রে-প্যাস্থারে সেই পথের উৰ্দ্ধে আবৰ্ত্তন করিতে লাগিলেন । সেই সময় কেলি তাহকে ইঙ্গিত করিলে, তিনি টেলিফোনের রিসিভার তুলির কানে ধরিলেন। কেলি বলিল, “কৰ্ত্ত, আর সন্দেহ নাই ; লোকটা তাহার সাইক্ল লইয়া ঐ সাদা দেউড়ীর দিকেই অগ্রসর হইয়াছে।” মিঃ ব্লেক বলিলেন, “আমরা আকাশ-পথে উগর অনুসরণ করিয়াছি ওগুটি ইহা বুঝিতে পারে নাই ; আমাদিগকে সন্দেহ ও করে নাই। সন্দেহ করিলে লোকটা দেউড়ীর দিকে না গিয়া, আমাদিগকে প্রতারিত করিবার জন্য অন্ত কোনও দিকে চলিয়া যাইত ; ঐ বাড়ীই যে উহার গন্তব্য স্থান, ইহঃ