পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

न्वव्नॉन्क्ञY


  • > ওরে নবীন, ওরে আমার কাচা !

ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বঁচা ! রক্ত আলোর মদে মাতাল ভোরে আজকে যে যা বলে বলুক তোরে! সকল তর্ক হেলায় তুচ্ছ করে’ পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচ । আয় দুরন্ত, আয়রে আমার কাচা ! খাচাখন চুলচে মৃত্যু হাওয়ায়। আর ত কিছুই নড়ে না রে ওদের ঘরে, ওদের ঘরের দাওয়ায় ।