পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S○ তোমারে কি বারলার করেছিমৃ অপমান । এসেছিলে গেয়ে গান ভোর বেল1 ; ঘুম ভাঙাইলে বলে মেরেছিমু ঢেল৷ বাতায়ন হ’তে, পরক্ষণে কোথা তুমি লুকাইলে জনতার হেনীতে । ক্ষুধিত দরিদ্রসম মধTাহে এসেচ দ্বারে মম । ভেবেছি লু, “এ কি দায়, কাজের ব্যাঘাত এ যে ” দুব হ’তে করেচি বিদায় সন্ধ্যাবেল এসেছিলে যেন মৃতু্যদুত জ্বালায়ে মশাল-আলো, অস্পষ্ট অদ্ভুত তঃস্বপ্নের মত । দস্থ্য বলে’ শত্র বলে’ ঘরে দ্বার যত দিলু রোধ করি’ । গেলে চলি’, অন্ধকার উঠিল শিহরি । এরি লাগি এসেছিলে, হে বন্ধু অজানা ;– তোমারে করিব মানা, তোমারে ফিরায়ে দিব, তোমারে মারিব, তোমা-কাছে যত ধার সকলি ধারিব, ט\ ס מי