এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বলাকা না করিয়া শোধ দুয়ার করিব রোধ। তা’র পরে অৰ্দ্ধ রাতে দীপ-নেবা অন্ধকারে বসিয়া ধূলাতে মনে হবে আমি বড় এক যাহারে ফিরায়ে দিনু বিনা তারি দেখা । এ দীর্ঘ জীবন ধরি’ বহুমানে যাহাদের নিয়েছিনু বরি’ একাগ্র উৎসুক, আঁধারে মিলায়ে যাবে তাহদের মুখ। যে আসিলে ছিমু অন্যমনে যাহারে দেখিনি চেয়ে নয়নের কোণে, যারে নাহি চিনি, যার ভাষাfবুঝিতে পারিনি, অৰ্দ্ধরাতে দেখা দিবে বারেবারে তারি মুখ নিদ্রাহীন চোখে ; রজনীগন্ধার গন্ধে তারার আলোকে। : বারেবারে-ফিরে-যাওয়া অন্ধকারে বাজিবে হৃদয়ে | বারেবারে-ফিরে-আসা হ’য়ে। # # ৮ই ফাল্গুন, ১৩২২ শিলাইদ Y ©ዓ