পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চলতে যাদের হবে চিরকালই নাইক তাদের ভার । কোথা তাদের রৈবে থলি-থালি, কোথা বা সংসার ? দেহযাত্রা মেঘের খেয়া বাওয়া, মন তাহাদের ঘূর্ণ-পাকের হাওয়া ; বেঁকে বেঁকে আকার একে একে চলচে নিরাকার । ওরে পথিক, ধর না চলার গান, বাজারে এক-তারা । এই খুসিতেই মেতে উঠুক প্রাণ– নাইক কুল-কিনারা । পায়ে পায়ে পথের ধারে ধীরে কান্না-হাসির ফুল ফুটিয়ে ষা রে, প্রাণ-বসন্তে তুই যে দখিন হাওয়া গৃহ-বাঁধন-হারা । এই জনমের এই রূপের এই খেলা এবার করি শেষ ; সন্ধ্যা হ’ল, ফুরিয়ে এল বেলা, বদল করি বেশ । > eఏ