এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
16 সে গান আমি শোনাব যার কাছে নূতন আলোর তীরে, চিরদিন সে সাথে সাথে আছে আমার ভুবন ঘিরে । শরতে সে শিউলি-বনের তলে ফুলের গন্ধে ঘোমটা টেনে চলে, ফাল্গুনে তা’র বরণমালা-খানি পরাল মোর শিরে । পথের বাকে হঠাৎ দেয় সে দেখ। শুধু নিমেষ তরে । সন্ধ্যা-আলোয় রয় সে বসে? এক উদাস প্রান্তরে । এমনি করেই তা’র সে আসা-যাওয়া, এমনি করেই বেদন-ভরা হাওয়া হৃদয়-বনে বইয়ে সে যায় চলে’ মৰ্ম্মরে মৰ্ম্মরে । জোয়ার-ভাটার নিত্য চলাচলে তা’র এই আনাগোনা । আধেক হাসি আধেক চোখের জলে মোদের চেনাশোনা । Y S > বলাকা