পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাক ঐ যে প্রবীন, ঐ যে পরম পাকা, চক্ষু কৰ্ণ দুইটি ডানায় ঢাকা, ' ঝিমায় যেন চিত্রপটে আঁকা অন্ধকারে বন্ধ-করা খাচায় ! আয় জীবন্ত, আয়রে আমার কাচা ! বাহির পানে তাকায় না যে কেউ ! দেখে না যে বান ডেকোচ জোয়ার জলে উইচে প্রবল ঢেউ । চলতে ওরা চায় না মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে, আছে আচল আসনখানা মেলে যে যার আপন উচ্চ বাঁশের মাচায়, আয় অশান্ত, আয়রে আমার কাচা ! তোরে হেথায় করবে সবাই মান । হঠাৎ আলো দেখবে যখন ভাবে এ কি বিষম কাণ্ডখানা ! २