পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘ ૨ এবার যে ঐ এল সর্ববনেশে গো ! বেদনায় যে বান ডেকেচে রোদনে যায় ভেসে গো ! রক্ত-মেঘে ঝিলিক মারে, বজ বাজে গহন-পারে, কোন পাগল ঐ বারে বারে উঠচে অট্ট হেসে গো ! এবার যে ঐ এল সর্ববনেশে গো । জীবন এবার মাতল মরণ-বিহারে । এই বেলা নে বরণ করে” সব দিয়ে তোর ইহারে । চাহিসনে আর আগু-পিছু, রাখিসনে তুই লুকিয়ে কিছু, চরণে কর মাথা নীচু সিক্ত আকুল কেশে গো ! এবার যে ঐ এল সর্ববনেশে গো । পথটাকে আজ আপন করে” নিয়ো রে । গৃহ আঁধার হ’ল, প্রদীপ নিৰ্বল শয়ন-শিয়রে ।