পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\) আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাধূবে ? রৈল যারা পিছুর টানে কঁাবে তার কাবে। ছিড়ব বাধা রক্ত পায়ে, চলৰ ছুটে রৌদ্রে ছায়ে, জড়িয়ে ওরা আপন গায়ে কেবলি ফাদ ফাদবে। কাদবে ওরা কঁদিবে। রুদ্র মোদের হাক দিয়েচে বাজিয়ে আপন তুর্ঘ্য। মাথার পরে ডাক দিয়েচে মধ্যদিনের সূৰ্য্য। মন ছড়াল আকাশ বোপে, আলোর নেশায় গেচি ক্ষেপে, ওরা আছে দুয়ার বেীপে, চক্ষু ওদের ধাঁধবে। কঁাবে ওরা কঁদিবে।