পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এবার আমার হৃদয়-ক্ষত ভেবেছিলেম হবে গত, ধুয়ে মলিন চিহ্ন ষত হব নিষ্কলঙ্ক । পথে দেখি ধূলায় নত তোমার মহাশঙ্খ । আরতি-দীপ এই কি জ্বালা ? এই কি আমার সন্ধ্যা ? গাথব রক্ত-জবার মালা ? হায় রজনীগন্ধা ! ভেবেছিলাম ষোঝাযুঝি । মিটিয়ে পাব বিরাম খুজি, চুকিয়ে দিয়ে ঋণের পুজি ল’ব তোমার অঙ্ক । হেনকালে ডাকুল বুঝি ஆ_ஆம்_ ஆச ماده تمسجمه سعیت تحتمحتسبیحاعتصاصنم==۹ নীরব তব শঙ্খ 1 যৌবনেরি পরশমণি করাও তবে স্পশ । দীপক-তানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ । X > বলাকা।