এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বলাক \'» তুমি কি কেবল ছবি, শুধু পটে লিখা ? —ওই যে সুদূর নীহারিকা যারা করে’ আছে ভিড় আকাশের নীড় ; ওই যারা দিনরাত্রি আলো-হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মত সত্য নও? হায় ছবি তুমি শুধু ছবি ? চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও ? পথিকের সঙ্গ লও ওগো পথহীন । কেন রাত্রিদিন সকলের মাঝে থেকে সব হ’তে আছ এত দূরে স্থিরতার চির অন্তঃপুরে ? এই ধূলি ধূসর অঞ্চল তুলি বায়ুভরে ধায় দিকে দিকে ;
- CA