এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
হে সম্রাট, তাই তব শঙ্কিত হৃদয় চেয়েছিল করিবারে সময়ের হৃদয় হরণ সৌন্দর্য্যে ভুলায়ে। কণ্ঠে তা’র কি মালা দুলায়ে করিলে বরণ রূপহীন মরণেরে মৃত্যুহীন অপরূপ সাজে ? রহে না যে বিলাপের অবকাশ বারো মাস, তাই তব অশান্ত ক্ৰনদনে চিরমেীন জাল দিয়ে বেঁধে দিলে কঠিন বন্ধনে । জ্যোৎস্নারাতে নিভৃত মন্দিরে প্রেয়সীরে যে নামে ডাকিতে ধীরে ধীরে সেই কানে-কানে ডাকা রেখে গেলে এইখানে অনন্তের কানে । প্রেমের করুণ কোমলতা ১ ফুটিল তা সৌন্দর্ঘ্যের পুষ্পপুঞ্জে প্রশান্ত পাষাণে। てエ এই ভব হৃদয়ের ছবি, এই তব নব মেঘদূত,