পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অতীতের চির অস্ত-অন্ধকার আজিও হৃদয় তব রেখেচে বাধিয়া ? বিস্মৃতির মুক্তিপথ দিয়া আজিও সে হয়নি বাহির ? সমাধিমন্দির এই ঠাই রহে চিরস্থির ; ধরার ধূলায় থাকি’ স্মরণের আবরণে মরণেরে যত্নে রাখে ঢাকি । জীবনেরে কে রাখিতে পারে ? ' আকাশের প্রতি তারা ডাকিচে তাহারে । * তা’র নিমন্ত্রণ লোকে লোকে নব নব পূর্বাচলে আলোকে আলোকে । স্মরণের গ্রস্থি টুটে সে ষে যায় ছুটে বিশ্বপথে বন্ধনবিহীন । মহারাজ, কোনো মহারাজ্য কোনোদিন পারে নাই তোমারে ধরিতে ; সমুদ্রস্তলিত পৃথ্বী, হে বিরাট, তোমারে ভরিতে নাহি পারে,— তাই এ ধররে জীবনউৎসবুশেষে দুই পায়ে ঠেলে মৃৎপাত্রের মত যাও ফেলে । ২ষ্ট্র