পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাকা প্রিয়া তা’রে রাখিল না, রাজ্য তা’রে ছেড়ে দিল পথ, রুধিল না সমুদ্রপর্বত । আজি তা’র রথ চলিয়াছে রাত্রির আহবানে নক্ষত্রের গানে প্রভাতের সিংহদ্বার পানে । তাই 'স্মৃতিভারে আমি পড়ে’ আছি ভারমুক্ত সে এখানে নাই । ১৫ই কাৰ্ত্তিক ১৩২১ এলাহাবাদ ○●