এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ঘন ঘন লাগে দোল,—ছড়ায় অমনি নক্ষত্রের মণি ; আঁধারিয়া ওড়ে শূন্যে ঝোড়ো এলোচুল ; তুলে উঠে বিদ্যুতের ফুল ; অঞ্চল আকুল গড়ায় কম্পিত তৃণে, চঞ্চল পল্লবপুঞ্জে বিপিনে বিপিনে ; বারস্বার ঝরে ঝরে’ পড়ে ফুল জুই চাপা বকুল পারুল । পথে পথে তোমার ঋতুর থালি হ’তে । শুধু ধাও, শুধু ধাও, শুধু বেগে ধাও, উদাম উধাও ; * ফিরে নাহি চাও, যা কিছু তোমার সব দুই হাতে ফেলে ফেলে যাও । কুড়ায়ে লও না কিছু, কর না সঞ্চয় ; নাই শোক, নাই ভয়, পথের আনন্দবেগে অবাধে পাথেয় কর ক্ষয়। যে মুহূৰ্ত্তে পূর্ণ তুমি সে মুহূর্বে কিছু তব নাই, তুমি তাই পবিত্ৰ সদাই ।