এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বলাক X > হে মোর সুন্দর, যেতে যেতে পথের প্রমোদে মেতে যখন তোমার গায় কা’র সবে ধূলা দিয়ে যায়, আমার অন্তর করে হায় হায় ! কেঁদে বলি, হে মোর সুন্দর, আজ তুমি হও দণ্ডধর, করহ বিচার – তা’র পরে দেখি, এ কি, খোলা তব বিচারঘরের দ্বার,— নিত্য চলে তোমার বিচার । নীরবে প্রভাত-আলো পড়ে তাদের কলুষরক্ত নয়নের পরে ; শুভ্ৰ বনমল্লিকার বাস স্পর্শ করে লালসার উদ্দীপ্ত নিশ্বাস ; সন্ধ্যাতাপসীর হাতে জ্বালা সপ্তর্ষির পূজাদীপমালা