এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বলাকা তাদের মত্ততাপানে সারারাত্রি চায়— হে সুন্দর, তব গায় ধূলা দিয়ে যারা চলে’ যায় ! হে সুন্দর, তোমার বিচারঘর পুষ্পবনে, পুণ্য সমীরণে, তৃণপুঞ্জে পতঙ্গ-গুঞ্জনে, বসন্তের বিহঙ্গ-কৃজনে, তরঙ্গচুম্বিত তীরে মৰ্ম্মরিত পল্লব-বীজনে। প্রেমিক আমার, তা’র যে নির্দয় ঘোর, তাদের যে আবেগ দুৰ্ব্বার লুকায়ে ফেরে যে তারা করিতে হরণ তব আভরণ, সাজাবারে আপনার নগ্ন বাসনারে । তাদের আঘাত যবে প্রেমের সর্ববঙ্গে বাজে, সহিতে সে পারি না যে ; অশ্রু-আঁখি । তোমারে কাদিয়া ডাকি,— খড়গ ধর, প্রেমিক আমার,