এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বলাক >ミ তুমি দেবে, তুমি মোরে দেবে, গেল দিন এই কথা নিত্য ভেবে ভেবে । সুখে দুঃখে উঠে নেবে বাড়ায়েচি হাত দিন রাত ; কেবল ভেবেচি, দেবে, দেবে, আরো কিছু দেবে। দিলে, তুমি দিলে, শুধু দিলে : কতু পলে পলে তিলে তিলে, কতু অকস্মাৎ বিপুল প্লাবনে দানের শ্রাবণে । নিয়েচি, ফেলেচি কত, দিয়েচি ছড়ায়ে, হাতে পায়ে রেখেচি জড়ায়ে জালের মতন ; দানের রতন লাগিয়েচি ধূলার খেলায় অযত্নে হেলায়,