পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাকা ○> পউষের পাতা-ঝরা তপোবনে আজি কি কারণে টলিয়া পড়িল আসি বসন্তের মাতাল বাতাস ; নাই লজ্জা, নাই ত্রাস, আকাশে ছড়ায় উচ্চহাস চঞ্চলিয়া শীতের প্রহর শিশির-মস্থর । বহুদিনকার ভুলে-যাওয়া যৌবন আমার সহসা কি মনে করে” পত্র তা’র পাঠায়েচে মোরে উচ্ছ.খল বসন্তের হাতে অকস্মাৎ সঙ্গীতের ইঙ্গিতের সাথে । লিখেচে সে— আছি আমি অনন্তের দেশে যৌবন তোমার চিরদিনকার । গলে মোর মন্দারের মালা, পীত মোর উত্তরীয় দুর বনান্তের গন্ধ-ঢালা ।