পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিত্তের কঠিন চেষ্টা বস্তুরূপে স্তপে স্তুপে উঠিতেছে ভরি’,— সেই ত নগরী। এ ত শুধু নহে ঘর, নহে শুধু ইষ্টক প্রস্তর। অতীতের গৃহছাড়া কত যে অশ্রুত বাণী শূন্যে শূন্যে করে কানাকানি ; খোজে তা’রা আমার বাণীরে লোকালয়-তীরে-তীরে । আলোক-তার্থের পথে আলোহীন সেই যাত্রীদল চলিয়াছে অশ্রান্ত চঞ্চল । তাদের নীরব কোলাহক্সে অস্ফুট ভাবনা যত দলে দলে ছুটে চলে মোর চিত্তগুহা ছাড়ি', দেয় পাড়ি অদৃশ্বের অন্ধ মরু, ব্যগ্র উদ্ধশ্বাসে, আকারের অসহ্য পিয়াসে । ' কি জানি কে তারা কবে কোথা পার হবে