পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাক পুণ্য হই সে চলার স্বানে, চলার অমৃতপানে নবীন যৌবন বিকশিয় ওঠে প্রতিক্ষণ । ওগো আমি যাত্রী তাই— চিরদিন সম্মুখের পানে চাই। কেন মিছে আমারে ডাকিস্ পিছে ? আমি ত মৃত্যুর গুপ্ত প্রেমে র’বনা ঘরের কোণে থেমে । আমি চিরযৌবনেরে পরাইব মালা, হাতে মোর তারিত বরণডালা । ফেলে দিব আর সব ভাৱ, বাৰ্দ্ধক্যের স্তুপাকার আয়োজন ! ওরে মন, যাত্রার আনন্দগানে পূর্ণ আজি অনন্ত গগন। তোর রথে গান গায় বিশ্বকবি, গান গায় চন্দ্র তারা রবি। ২৯শে পৌষ, ১৩২২ সুরুল