পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাকা >ఏ আমি যে বেসেছি ভালো এই জগতেরে ; পাকে পাকে ফেরে ফেরে আমার জীবন দিয়ে জড়ায়েচি এরে ; প্রভাত-সন্ধ্যার অালো অন্ধকার মোর চেতনায় গেচে ভেসে ; অবশেষে এক হ’য়ে গেচে আজ আমার জীবন আর আমার ভুবন । ভালবাসিয়াছি এই জগতের আলো জীবনেরে তাই বাসি ভালো । তবুও মরিতে হবে এও সত্য জানি। মোর বাণী একদিন এ বাতাসে ফুটিবে না মোর আঁখি এ আলোকে লুটিবে না, মোর হিয়া ছুটিবে না অরুণের উদ্দীপ্ত আহবানে ; মোর কানে কানে রজনী ক’বে না তা’র রহস্তাবারতা, · শেষ করে যেতে হবে শেষ দৃষ্টি, মোর শেষ কথা ।