পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলীকা २> ওরে তোদের ত্বর সহে না আর ? এখনো শীত হয়নি অবসান । পথের ধারে আভাস পেয়ে কার সবাই মিলে গেয়ে উঠিস্ গান ? ওরে পাগল চাপ, ওরে উন্মত্ত বকুল, কার তরে সব ছুটে এলি কৌতুকে আকুল ? মরণপথে তোরা প্রথম দল, ভাবৃলিনি ত সময় অসময় । শাখায় শাখায় তোদের কোলাহল গন্ধে রঙে ছড়ায় বনময় । সবার আগে উচ্চে হেসে ঠেলাঠেলি করে? উঠ লি ফুটে রাশি রাশি পড়লি ঝরে ঝরে’ । বসন্ত সে আসবে যে ফাল্গুনে দখিন হাওয়ার জোয়ার-জলে ভাসি’, তাহার লাগি রইলিনে দিন গুণে - আগে-ভাগেই বাজিয়ে দিলি ৰাশি ! রাত না হ’তে পথের শেষে পৌছবি কোন মতে ? ף תר"ץ-י• <fהקf זהיווקהfהו זחי"דאד", הןrולiל", הקזיהה", אלסקה וזהל