পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাকা २२ যখন আমায় হাতে ধরে’ আদর করে? ডাকলে তুমি আপন পাশে, রাত্রিদিবস ছিলেম ত্রাসে পাছে তোমার আদর হতে অসাবধানে কিছু হারাই, চলতে গিয়ে নিজের পথে যদি আপন ইচ্ছামতে কোনোদিকে এক পা পাড়াই পাছে বিরাগ-কুশাস্কুরের একটি কাটা একটু মাড়াই। : মুক্তি, এবার মুক্তি আজি উঠল বাজি’ অনাদরের কঠিন ঘায়ে অপমানের ঢাকে ঢোলে সকল নগর সকল গায়ে । ওরে ছুটি, এবার ছুটি, এই যে আমার হ’ল ছুটি, ভাঙল আমার মানের খুটি, খস্ল বেড়ি হাতে পায়ে ; এই যে এৰার দেবার নেবার ●እ'እጡት ብዎ'ዮቁስሎ -- ساسانیایی مہاب جگر -