পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাক৷ ર 8 স্বৰ্গ কোথায় জানিস্ কি তা, ভাই ? তা’র ঠিক ঠিকানা নাই ! তা’র আরম্ভ নাই, নাইরে তাহার শেষ, ওরে নাইরে তাহার দেশ, ওরে, নাইরে তাহার দিশা, ওরে নাইরে দিবস, নাইরে তাহার নিশা । ফিরেচি সেই স্বগে শূন্যে শূন্যে ফকির ফাঁকা ফানুষ । কত যে যুগ-যুগান্তরের পুণ্যে জন্মেচি আজ মাটির পরে ধূলা-মাটির মামুষ । স্বৰ্গ আজি কৃতাৰ্থ তাই আমার দেহে, আমার প্রেমে, আমার স্নেহে, আমার ব্যাকুল বুকে, আমার লজ্জা, আমীর সজ্জা, জামার দুঃখে সুখে আমার জন্ম-মৃত্যুরি তরঙ্গে নিত্য নবীন রঙের ছটায় খেলায় সে বে রঙ্গে ।