পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার গানে স্বগ আজি ওঠে বাজি, আমার প্রাণে ঠিকানা তা’র পায়, আকাশভরা আনন্দে সে আমারে তাই চায় । দিগঙ্গনার অঙ্গনে আজ বাজল যে তাই শঙ্খ, সপ্ত সাগর বাজায় বিজয়-ডঙ্ক ; তাই ফুটেচে ফুল, বনের পাতায় ঝরন-ধারায় তাইরে হুলুস্থল । স্বৰ্গ আমার জন্ম নিল মাটি-মায়ের কোলে বাতাসে সেই খবর ছোটে আনন্দ-কল্লোলে ! > •এ মাঘ, ১৩২১ শিলাইদা 속