পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8 যেদিন তুমি আপনি ছিলে একা আপনাকে ত হয়নি তোমার দেখা। সেদিন কোথাও কারো লাগি ছিল না পথ-চাওয়া ; এপার হ’তে ওপার বেয়ে বয়নি ধেয়ে কঁাদন-ভরা বাধন-ছেড়া হাওয়া । আমি এলেম, ভাঙল তোমার ঘুম, শূন্যে শূন্যে ফুটুল আলোর আনন্দ-কুসুম। আমায় তুমি ফুলে ফুলে ফুটিয়ে তুলে’ দুলিয়ে দিলে নানা রূপের দোলে । আমায় তুমি তারায় তারায় ছড়িয়ে দিয়ে কুড়িয়ে নিলে কোলে। o আমায় তুমি মরণমাঝে লুকিয়ে ফেলে ফিরে ফিরে নূতন করে পেলে । ԳԵ