পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি এলেম, কাপ্ল তোমার বুক, আমি এলেম, এল তোমার দুখ, আমি এলেম, এল তোমার আগুনভর আনন্দ, জীবন মরণ তুফান-তোলা ব্যাকুল বসন্ত । আমি এলেম, তাই ত তুমি এলে, আমার মুখে চেয়ে আমার পরশ পেয়ে আপন পরশ পেলে । আমার চেখে লজ্জা আছে, আমার বুকে ভয়, আমার মুখে ঘোমটা পড়ে রয়,— দেখতে তোমায় বাধে বলে’ পড়ে চোখের জল ওগো আমার প্রভু, জানি আমি তবু * আমায় দেখবে বলে তোমার অসীম কৌতুহল, নইলে ত এই সূৰ্য্যতার সকলি নিষ্ফল । ২৫শে মাঘ, ১৩২১ ..পদ্মার্তার