এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৭ই কাৰ্ত্তিক, ১৩২২ শ্রীনগর ○○ আজ প্রভাতের আকাশটি এই শিশির-ছলছল, নদীর ধারের ঝাউগুলি ঐ রৌদ্রে ঝলমল, এমনি নিবিড় করে” এরা দাড়ায় হৃদয় ভরে’ তাই ত আমি জানি বিপুল বিশ্বভুবনখানি অকুল মানসসাগরজলে কমল টলমল । তাই ত আমি জানি অামি বাণীর সাথে বাণী, আমি গানের সাথে গান আমি প্রাণের সাথে প্রাণ, আমি অন্ধকারের হৃদয়-ফাটা আলোক জ্বলজ্বল । هوbسb