পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাকা w WOWO সন্ধ্যারাগে ঝিলিমিলি বিলমের স্রোতখানি বাক৷ আঁধারে মলিন হ’ল,—যেন খাপে ঢাকা বাকা তলোয়ার ; দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এল তা’র ভেসে-আসা তারাফুল নিয়ে কালো জলে ; অন্ধকার গিরিতটতলে দেওদার তরু সারে সারে ; মনে হ’ল স্বষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে ন পারে স্পষ্ট করি’, অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি’ । সহসা শুনিমু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎছটা শূন্যের প্রাস্তরে মুহূৰ্ত্তে ছুটিয়া গেল দুর হতে দুরে দুরাস্তরে । হে হংস-বলাক, ঝঞ্জ-মদ রসে মত্ত তোমাদের g রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে । bళన