রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ Σ ΟΟΥ (খ) সরকার কর্তৃক নির্ধারিত সংখ্যক কমিশনার; এবং (গ) উপ-ধারা (৩) অনুযায়ী শুধু মহিলাদের জন্য সংরক্ষিত নির্ধারিত সংখ্যক কমিশনার। (২) মেয়র এবং কমিশনারগণ প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে এই আইন ও è বিধি অনুযায়ী প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হইবেন। èst (৩) উপ-ধারা (১)(খ) এর অধীন নির্ধারিত কমিশনার-সংখ্যার এক- o তৃতীয়াংশের সমসংখ্যক আসন, অতঃপর সংরক্ষিত আসন বলিয়া উল্লিখিত, ് মহিলাদের জন্য সংরক্ষিত থাকিবে। -്ടം് ব্যাখ্যা - এই উপ-ধারার অধীন সংরক্ষিত আসনের সংখ্যা নির্ধারণের sồ ক্ষেত্রে, যদি উক্ত সংখ্যায় ভগ্নাংশ থাকে এবং উক্ত ভগ্নাংশ / (অর্ধেক) বা তদূৰ্ব ১ হয়, তবে উহাকে পূর্ণ সংখ্যা বলিয়া গণ্য করিতে হইবে এবং যদি উক্ত ভগ্নাশ /(অর্ধেক) এর কম হয়, তবে উহাকে উপেক্ষা করিতে হইবে। ২ (৪) এই ধারার কোন কিছুই উপ-ধারা (১)(খ) তে ੱਜ ਬੋਸਨ। কোন মহিলার নির্বাচন নিবৃত্ত করিবে না। co (৫) মেয়র পদাধিকারবলে একজন কমিশনার হইবেন। ৫। মেয়র- রাজশাহী সিটি কর্পোরেশন শেফ) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ৪ ধারাবলে বিলুপ্ত - ৬। ডেপুটি মেয়র- রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ৫ ধারাবলে বিলুপ্ত ] |인 II (১) কর্পোরেশনের মেয়াদ উহা গঠিত হইবার পর উহার প্রথম সভা কর্পোরেশনের মেয়াদ অনুষ্ঠিত হইবার তারিখ হইতে পাঁচ বৎসর হইবে: জর শর্তা কি যে, কর্ণলের মেয়াদ শেষ হওয়া সকং, উব ణా జా శా ఈ తా ఈ శా కాణా যাইবে।9 S(২) সংরক্ষিত আসনের কমিশনার ব্যতীত, শতকরা পচাত্তর ভাগ ২ কমিশনারের নির্বাচন অনুষ্ঠিত হইলে এবং তাঁহাদের নাম সরকারী গেজেটে কর্পোরেশন, এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, গঠিত হইয়াছে বলিয়া গণ্য হইবে। ধারা ৭ রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।