পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉のbr রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ (৩) উপ-ধারা (২) অনুযায়ী ঘোষণা প্রদান করা হইলে এবং রাষ্ট্রপতি পদ হইতে অপসারিত হইয়া যাইবেন। (৪) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, এই ধারা অনুযায়ী অপসারিত কোন ব্যক্তি কর্পোরেশনের কার্যকালের অবশিষ্ট মেয়াদের 。 জন্য মেয়র বা কমিশনার কোন পদে নির্বাচিত হইবার যোগ্য হইবেন না ।] o - ”মেয়র এবং ১৩। (১) কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক হইলে ও তাহার বয়স পঁচিশ কমিশনারের] যোগ্যতা বৎসর হইলে এবং তাহার নাম কর্পোরেশনের কোন ওয়ার্ডের ভোটার তালিকায় ও অযোগ্যতা লিপিবদ্ধ থাকিলে উপ-ধারা (২)-এ বর্ণিত বিধান সাপেক্ষে, তিনি মেয়র বা কমিশনার নিবাচিত হইবার এবং উক্তরূপ মেয়র বা কমিশনার) থাকিবার যোগ্য হইবেন। &o (S) কোন ব্যক্তি মেয়র বা কমিশনার নিবাচিত হইবার এবং উক্তরূপ মেয়র বা কমিশনার) থাকিবার যোগ্য হইবেন না, যদি-" (ক) তাহকে কোন আদালত অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা করেন; NO(খ) তিনি দেওলিয়া স্ট্রর পর দ্য হইতে বাহত ভ না (গ) তিনি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন বা হারান; (ঘ) তিনি কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অনু্যন দুই বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হন অথবা দুনীতি বা অপরাধমূলক অসদাচরণের অপরাধে দোষী সাব্যস্ত হইয়া যে কোন মেয়াদের ংকারাদণ্ডে দণ্ডিত হন, এবং তাহার মুক্তি লাভের পর পাঁচ বৎসর কাল, বা কেন বিশেষ ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত স্বল্পতরুকল so (ঙ) তিনি প্রজাতন্ত্রের বা কর্পোরেশনের অথবা অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষের 、ふー কর্মে কোন লাভজনক সার্বক্ষণিক পদে অধিষ্ঠিত থাকেন; ** * * SS —

  • “মেয়র এবং কমিশনারের” শব্দগুলি “কমিশনারের” শব্দগুলির পরিবর্তে রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন)

-আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ১২ ধারাবলে প্রতিস্থাপিত। ২২ “মেয়র বা কমিশনার নির্বাচিত হইবার এবং উক্তরূপ মেয়র বা কমিশনার" শব্দগুলি “কমিশনার নির্বাচিত হইবার বা ২২ মহিলা কমিশনার মনোনীত হইবার, এবং উক্তরূপ কমিশনার" শব্দগুলি এবং কমার পরিবর্তে রাজশাহী সিটি -് কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ১২ ধারাবলে প্রতিস্থাপিত। “মেয়র বা কমিশনার নিবাচিত হইবার এবং উক্তরূপ মেয়র বা কমিশনার" শব্দগুলি “নির্বাচিত কমিশনার নির্বাচিত হইবার বা মহিলা কমিশনার মনোনীত হইবার এবং উক্তরূপ কমিশনার” শব্দগুলির পরিবর্তে রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ১২ ধারাবলে প্রতিস্থাপিত। “অথবা” শব্দটি রাজশাহী পৌর কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ১১ নং আইন) এর ২ ধারাবলে বিলুপ্ত। 8