Σ Σ ο রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ (৩) এই উপ-ধারা, উপরিউক্ত বিধানসমূহ যতখানি প্রযোজ্য, ততখানি পালন না করা পর্যন্ত নির্বাচিত ব্যক্তি কমিশনারের শপথ গ্রহণ বা ঘোষণা করিতে ও শপথ পত্রে বা ঘোষণা পত্রে স্বাক্ষরদান করিতে পারিবেন না।
- [(৫) কোন ব্যক্তি একই সংগে মেয়র এবং কমিশনার পদের জন্য নির্বাচন প্রার্থী হইতে পারিবেন না এবং যদি কোন ব্যক্তি মেয়র এবং কমিশনার পদের নির্বাচনের জন্য একই সংগে প্রার্থী হন, তাহা হইলে তাহার উভয় মনোনয়ন পত্র বাতিল হইয়া যাইবে। ്
(৬) কর্পোরেশনের চলতি মেয়াদ অব্যাহত থাকার সময়ে মেয়র এর পদ শূন্য হইলে, কোন কমিশনার মেয়র নির্বাচনের জন্য প্রার্থী হইতে পারিবেন, এবং তিনি মেয়র নির্বাচিত হইলে মেয়র হিসাবে তিনি যে তারিখে শপথ গ্রহণ করিবেন সেই তারিখে তাহার কমিশনারের পদ শূন্য হইয়া যাইবে। - No. শ* * *] মেয়র, ১৪। (১) মেয়র এবং কমিশনারের পদ শূন্য হইবে, যদিইত্যাদির পদ শূন্য ്റ്റ് হওয়া (ক) তাহার নাম সরকারী গেজেটে প্রকাশিত হইবার তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে তিনি ধারা ৮ এ নিৰ্দ্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করিতে ব্যর্থ হন, তবে শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে সরকার যথার্থ কারণে তাহা বর্ধিত করিতে পারিবে: o (খ) তিনি ধারা ১১(২) এর অধীনে তাহার পদ ত্যাগ করেন; o (*) তিনি ধারা ১২ এর অধীনে পদ হইতে অপসারিত হন; তিনি ধারা ১৩(২) এর অধীনে অযোগ্য হইয়া যান; ঘ o ১ে (ঙ) তিনি মৃত্যুবরণ করেন। o (২) রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ S. সনের ৯ নং আইন) এর ১৩ ধারাবলে বিলুপ্ত ] Q so উপ-ধারা (৫) এবং (৬) রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ১২ e$ ধারাবলে সন্নিবেশিত।
- “ডেপুটি” শব্দটি রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ১৩
ধারাবলে বিলুপ্ত। “মেয়র এবং কমিশনারের” শব্দগুলি “সরকারী কর্মকর্তা/কমিশনার ব্যতীত, অন্য কোন কমিশনারের” শব্দগুলির পরিবর্তে রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ১৩ ধারাবলে প্রতিস্থাপিত। o èst