SSS. রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ মেয়র ও ১৮। (১) মেয়র কর্পোরেশনের রেকর্ডপত্র দেখিতে পারিবেন এবং প্রধান কমিশনারগণের নির্বাহী কর্মকর্তা কিংবা অন্য কোন কর্মকর্তার নিকট হইতে কর্পোরেশন జ్ఞాశా সম্পর্কিত যে কোন বিষয়ে রিপোর্ট চাহিতে পারিবেন। (২) কোন কমিশনার প্রধান নির্বাহী কর্মকর্তাকে যথাযথ নোটিশ প্রদান NON তবে শর্ত থাকে যে, যদি প্রধান নির্বাহী কর্মকর্তা মত পোষণ করেন যে,৫৮ কোন বিশেষ ক্ষেত্রে অনুরূপ অধিকার প্রয়োগ করিতে দেওয়া উচিত হইবে না,ত তাহা হইলে তিনি বিষয়টি মেয়রের নিকট পেশ করবেন এবং তৎসম্পর্কে মেয়রের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। . ും്. & جیتے কমিশনার কর্তৃক ১৯। (১) অনুপস্থিতি কিংবা অসুস্থতাহেতু বা অন্য কোন কারণে মেয়র মেয়রের দায়িত্ব পালন দায়িত্ব পালনে অসমর্থ হইলে, তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত তৎকর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কমিশনার মেয়রের দায়িত্ব পালন করিবেন। o co (২) পদত্যাগ, অপসারণ অথবা মৃত্যুজনিত কারণে মেয়রের পদ শূন্য হইলে, শূন্য পদে নব-নির্বাচিত মেয়র কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সরকার কর্তৃক আদেশ প্রাপ্ত কোন কমিশনার মেয়র হিসাবে কাৰ্য্য করবেন। o - দ্বিতীয় পরিচ্ছেদ o মেয়র এবং কমিশনারগণের নির্বাচন নগরীকে ওয়ার্ডে ২০। ধারী ৪(১) এর দফা (খ) তে উল্লিখিত কমিশনার নির্বাচনের বিভক্তিকরণ উদ্দেশ্যে সীমা নির্ধারণ কর্মকর্তা নগরীকে উক্ত দফার অধীনে নির্ধারিত সংখ্যক কমিশনারের সমসংখ্যক ওয়ার্ডে বিভক্ত করিবেন।] সীমা নিৰ্দ্ধারণ ২১। (১) নির্বাচন কমিশন সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রজাতন্ত্রের কদলি কর্মে নিয়ােজিত ব্যক্তিগণের মুর্ঘ্য হইতে একজন সীমা নিৰ্দ্ধার কর্মকর্তা এবং o প্রয়োজনীয় সংখ্যক সহকারী সীমা নিৰ্দ্ধারণ কর্মকর্তা নিয়োগ করিতে পারিবে। - S ধারা ১৯ রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ১৬ ধারাবলে s প্রতিস্থাপিত। so “সংরক্ষিত আসনের কমিশনার ব্যতীত মেয়র এবং কমিশনারগণের নির্বাচন” শব্দগুলি “নির্বাচিত কমিশনারগণের & নির্বাচন” শব্দগুলির পরিবর্তে রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর K) ১৭ধারাবলৈ প্রতিস্থগিত “সংরক্ষিত আসনের কমিশনার ব্যতীত” শব্দগুলি রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ৪ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত। * ২০ ধারা রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ৪ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।